ভরা গগনকুল জলে ভেসে
জলধি জল জড়ো হল যে বাঁকে
ঐ যেখানে রবি আপন ছায়া খুঁজে
এখনো জমা কালোমেঘের উপরে।


মধু যামিনী ধ্যানমগন আঁধার কুঞ্জ
গম্ভীর গরজনে অম্বরে বাজে ডম্বরু
তিমির ছায়াতলে কুহু কুহু গেয়ে
ওগো রাতের কোকিলা না
তৃষ্ণার অধরে ভেসে অতলের মধু
মর্মর হাওয়ায় রাগ রাগিণী ঢালনা
ওই কালো মেঘে তুমি ডুব দিওনা।


আঁধার কুঁড়ি বাঁধন টুটে
সাগর কিনারে ফুটে ফুটুক
জোছ্নার ফুল লয়ে  
তোমার সবুরে বাঁধুক লতা।
সিন্ধু তুমি ছুঁইওনা
ওগো চন্দ্রমা জল আনতে
তুমি ওই বাঁকা ঘাটে যেওনা।