রাতের কালো নেকাব খোলা
গগনভজুড়ে রজনীপুরা
ধেয়ে আসে সাদাতারা।


যামিনীর ঐ ভরা কাজল ডালি
ভোরের কুঁড়ি ফুঁটবে মাখি
মেলবে গোলাপী ফুলমেলা
সাতরঙা সাঁজ সাজি।


মিটিমিটি তারার ফাঁকে
দেখে ঐ শেষ রাতের সফেদ চন্দ্রমা
এই ক্ষণে নীলাভ সুখে
পড়বে ঢলে আকাশী রবি সোনা।


এমন মোক্ষম লগনে কেহ রে ভাই
নিদঘরে হেরনা কারো নয়নতারা
জাগরে ভাই পড়ে নে তোর ফজর-নামা!