আমি আর বসব না তারার সভায়, পাশা খেলব না জোছনা জ্বালা বনে,
'নাইবা শুনাও'—বৌ কথা কও, পাখির সুরে একটু ছায়া দিও আমার প্রাণে।
রাত শেষে উষার রূপের ঝলকে খুঁজে নিব তোমার কালো তিল,
কাজল ডোরায় বিহর শেষে ফিরবে গেল বেলা, নাচবে ময়ূরী কুঞ্জবনে।