যেতে নাহি দিতে চায়
তবু বিদায় বলতে হয়
বড় ভারী মনে
বিদায় মাহে রামাদান
তুমি আবার এস ফিরে।


যাবার বেলা গুলবাগে
তুমি সব ফুলমালা তুলে নিও গলে।
তুমি গোধূলি লগনে উত্তমা সেহরি  
সুধা দিয়ে যত সব সন্ধ্যামালতী
জুঁই, শিউলি আর দোয়েল শালিকের
মুখ মিঠা কর যত চায় মনে
শুধু শেষ রঙতুলি এঁকোনা
রঙধনুর পারে।


তুমি যেওনা...
নিশুতির নিশাচরী মগণ ডাহুকী
মেলবে চাঁদের দেশের স্বপন মেলা
ফিরে আসা তোমার দোলনচাঁপা পথে
এস হে মাহে রামাদান
আবার এস ফিরে।