চৌদা চাঁদ উপরে
আধো আলো এঁকে।
জোনাকির ঝরিন আঁকা
মাধবীর পাশে।
বিনিদ্র রজনীগন্ধা
হয়তো কারো
সুরমা পরা চোখে
চোঁখ পড়ে।


ইয়া আল্লাহ তিমির নিশা
নির্বাক নিরুত্তর ক্ষপা।
ক্ষণস্থায়ী আলোর দেয়ালী
কবে হলো ছাড়া  
আঁধার দিঘল বাঁশ বাগানের
মাথার উপর মোর বেলা।


পৃথিবীর মধ্যখানে
স্বর্গপুরীর কদম তলে  
ধূলা নয় ধূলি নয়
নবীজীর পদ রেণু
মক্কাভূমির সাথে
মোদের সুরমা পারের
মৃত্তিকা কেমনে মিশে!


প্রভু এই মোর ছোট্ট হেঁয়ালি
আলতো ছোঁয়ায় জট খুলি
নীলা আলো তুলি যামিনী
ভরে দিবে চন্দ্রঘরের কোন চাঁদিনী?