পালে তুলি মনের তুলি    
আকাশে অথবা বাতাসে
রাতে কিংবা দিবসে।
কী ধানসিড়ির তীরে
না হয় বাদলতলায়
রোদের একটু অলক
পাতা বটছায়ায়।


জলকেলে মেঘে
আসবে কী জলপরী
গুন গুনে মৃদুল হাওয়ায়।


নিশুত রাতের আঁধারে মিশে
নিলীন যে কাজল পরা পূর্ণশশী
কালো জলের অতল সিন্দু তলায়
এক ফোটা জল ছিটে আয়  
নিবিড় নির্জনে চাঁদের নীড়ে
ওই সাগর চূড়ায়।


চির সুবজের ডাক শুন
ছন্দে ফুটে মহি নয়াজল ঝরে
কী অপরূপ বিভঙ্গে
মরি হায় হায় রে।
সাগর পারের ঐ দূরদেশী  
সুদুরিকা মোর আয় রে আয়
মুক্ত বিহংগে গান গেয়ে যায়।


নীল গাঙ্গে কোথা যে অতল তলা
উদ্বেলিয়া উঠে চিরহরিৎ অমিয় ধারা
পিয়ে যাও এক পেয়ালায়
এই মোর এক কুঁড়ি দুই পাতায়।