ও আমার দেশের মাটি
তোমায় আমি কত যে বাসি ভালো।


আকাশনীলার তিলক তুমি
মিশে আছ আমার তনু মনে
তুমি আঁধারে চাঁদের চাঁদিনী
আমার অধরা স্বপনে  
রোদের আলো জ্বালো।


যদি পাখির মত আমি জানতাম
তোমায় গান শুনাতে পারতাম
দেখতে তুমি সুখে
অশ্রু ঝরে দু’টি চোখে
কারো মুখ ফুটে
জ্বলতো হাসির আলো।


সাগরের মত আমিও যদি হৃদয়ের
উচ্ছাস বাদলে উড়ানো জানতাম
আমার হৃদয় ঘরে লেখা তোমার
স্বরলিপির সুর তুলতে পারতাম।
দেখতে তুমি ওই দু’টি চোখের পাতায়
দু' ফুটা বৃষ্টি ঝরে পড়ত
এত সুধা গো এই মাটির সুরে
তুমি সিন্ধু উল্টে ঢালো।
ও আমার দেশের মাটি
তোমায় আমি কত যে বাসি ভালো।