কালারে ও শ্যাম কালা নিশি
সাদা চান্দে এমন দাগ দিলি।


আমি তো অন্ধ ইশকে নিদ হারা
গগনতারার কি খাব কাড়ি নিলি।
কালারে ও শ্যাম কালা নিশি
সাদা চান্দে এমন দাগ দিলি।


রাত পোহাল দোর খুলে
ফির এলো তপস্বিনী উষা জোছনা মেখে
ওরে কাজল কেশী ললাটকুণে
দুলে অলক-গুছি একী
সোনার আলোয়ে ভরে দিলি
নয়নতারা নয়নে নয়ন মিশি।
কালারে ও শ্যাম কালা নিশি
সাদা চান্দে এমন দাগ দিলি।