তিলে তিলে চুনিয়া আবরু অপরূপা  
তব নয়নপানে তুমি অনাবৃত আয়না।
নিশাপুরে সে কী গহীন কাজল জলতলে
জ্বলে রবি ছায়া পড়ে আদ খানা চাঁদে
না জানি আঁখি খোলে কোন অদেখার প্রাণ
শতরুপা তব দেখি তিলে তিলে।


আঁধার পাতালে তরাঙ্গিত শিখা
ওঠলো জ্বলে নিল নভে গগনতলে
এবার বুজি মিলীল তিল ঠাঁই  
তবে কেন আবার এই বেলা গেল ডুবে
তুলে নেয় প্রদীপ মোর গোধুলি লগনে।