ধরণী ইদানীং কোন দায় গেরণে ধরা
ধাঁ করে বলে ফেলাও কোনো ভালো কথা
আজকাল যেন শুধু বিগত দিনের কোন রুপকথা।


আজিকার আকাশে যদি কখনো কোনো না জানা
প্রণিধানে কোনো অবকাশে
নিলীমা গুণ্ঠিত হয়ে যায় এক গুচ্ছ মেঘে
তাই বলে কি সুনীল সিন্ধু ভেসে যায় জলে?


ভালো লোকের পৃথিবীতে আজ সহন দায়
আতালিপাতালিতে অর্গল দিগন্ত ঢাকা মেঘে
অবশেষে কি বামন কাঁধ মিলাবে চাঁদে?


এই নিষ্প্রভ জীবাধার আসলেই কি তাই
ভারকান্ত মোর মনের চীর্ণ আরশীতে
ছিন্নের মাজে ও অক্ষুণ এখনো
একটি মাছুম চেহরা নজর কাড়ে
এখনো তোমার সেই প্রথম লিপি মনে পড়ে!


চাঁদের আনন চেহরা তোমার
আর কত কাল রাখবে ঢেকে
তোমার নিশিঘন গালের তিলে
চাঁদবাগানে তারা ফুলের বিড়ে।


এসো হে নতুন উদয় হও চির নতুন
প্রথম প্রহরে নবাবিষ্কৃত মরশুমে
সাবলীল সুরেলা ধ্বনি সম গীতোচ্ছ্বাসে
তোমার কোনো ধার-দেনা নেই
মৃত্তিকা মাতৃকা এসো হে প্রথম আলোয়ে  
আপনারই অনঘ রূপের অর্চি জ্বেলে!