একটি সোনার হরিণ ধরতে গিয়ে
আমি রেখে এলাম যারে
সাত সমূদ্র তের নদীর পারে।
কখন জানি এলো সে  
মেঘে ভেসে অচিন দেশে  
নয়ন ঝরে সাগর পারে।
ও আমি রেখে এলাম যারে
সাত সমূদ্র তের নদীর পারে।


কালো মেঘ বুক চিরে
যখন অঝোরে ঝরে ধবল বারি
কানে মোর বাজে বাঁশি
উতলে উঠে মনেরকোণে  
কি জানি এ কোন জলধি
এক চির চেনা মাটির সুরে।
ও আমি রেখে এলাম যারে
সাত সমূদ্র তের নদীর পারে।


টেমস পারে হিমেল গগন ঝরে
ছিন্ড্রেলা তুষারকণায় ভিজে কি না ভিজে
সেই হিজলবনের কুজন যায় রে কে  
ভাসায়ে মোরে স্মৃতির সায়রে।
নাচে মন ময়ূর মোর  
হৃদয়নীলে ভাটিয়ালী সুরে।
ও আমি রেখে এলাম যারে
সাত সমূদ্র তের নদীর পারে।