ও সে গুঞ্জরিয়া আসে অলি
বারেবারে আমার বাদলতলে।
যেমন কুয়াকাটায় সাগর জলে
রবি ডুবে আবার উঠে মনের সুখে
রঙের আসর বেঁধে।
তেমনি আমার জনম ভোরের
সোনার রবি ডুবে ভাসে পদ্ম
ওই যার সজল নয়নকোণে
আমি কেমনে ভুলি তাঁরে।  
ও আমি রেখে এলাম যারে
সাত সমূদ্র তের নদীর পারে।