গোধুলির ধুসর আঁচল
আড়ালে হারা
ফাগুনের মুখর বেলা।
নীলাকাশের অস্ত রবি
কী জানি কী ভাবি
ছেড়ে তারাভরা চাঁদিনী
আবার যখন দেখি
উষার কোলে এলো ফিরি।
ভূলে যাওয়া হেরে ফেলা
পুরোনো কোন সই সনে
যেন ফির হলো দেখা অরুনা
প্রাতে গাহে তরুণা গীতি।
কেন জানি মনে হয় ভোরের
ভ্রমরা যদি নেয় নিয়ে নিক
কদম তলার বাঁশি।
আমি তো শুধু
একটি ডাকেরই পিয়াসী।
স্মৃতি হারা বদ্ধ দোয়ারে
এক আচমকিত ডাক
আবার কী কবে ডাকিবে মোরে!