দুঃখি হয়ে বসোনা
চাঁদের মমতায় গলে যাবে।


ধুমকেতুর মত রাগ করোনা
নিমিষে বিলিয়ে যাবে।


হাসতে হাসতে পথ চলোনা
ফুরে যাবে সময় দিন দুপুরে।  


সূর্যের মত তালাশ কর
গর্ভ করোনা ছায়া পড়ে যাবে।


ভালোবেসে খোলে দাও মনের দুয়ার
তোমায় লভিব গগন তারায়
নম্র কমল পরশে ধরিও এ ধরা
জাগিবে চাঁদের মমতায়।


সূর্যের মত নীড় ছাড়ি ঘুরিও দিগন্ত
মনোমসজিদে প্রদীপ জ্বালি
যদি মনে চায় শুয়ে পড়
জোনাক জ্বেলে আসিলে রজনী।