যেখানে চির সবুজের
মধ্যখান স্বপ্নিল রাঙা!
মনের হরষে প্রাণমন খোলা
মেঘের কোণে কোণে
সোনার রবি খেলে
লোক চুরি খেলা।


লাল ফাগুনের
সবুজ বাংলায়
রঙের রঙ তুলি রবি
আঁকে স্বর্নিল আল্পনা
ছায়াপুরে যায় ডুবি।
স্বপ্নঘরে সে কি রঙ্গীন
প্রদীপ দেয় জ্বালি।


আধো রাতে চন্দনা
আলতো বাতি জ্বালে
গগনপারে ধারাল বাঁকে
এখনো আলো আঁধারী
খেলা খেলে নিশিতলে
সে কি লাল মণির ঠানে।


আগুনের ভিতর সে আগুন
চোখ জুড়ে নয়ন জ্বলেনা।
যেমন ইব্রাহিমী স্বর্গপুরী
সোনার আগুন লালা!
অগ্নি ঝরা ফাগুনে
মধুর ফুল মালা!


শ্রাবন বরিষায় মিটেনা সে লালী
ওখানেই সেই ইতাজ্জা রঙ লীলা
ত্রিভঙ্গের বাসন্তী মোহনা।
দিলপিয়ালায় পিয়ে খুশির সুরা
ফুল্ল ঠোঁটে গায় মাতৃভাষায় গানা
সব প্রাণ ভোমরার সই মেলা।