আঁধার কোণে উষার নীড়ে
আলো আঁকি কুড়ি ফুল ভরি ডালিকা
গাঁথি মালিকা দিলি কার গলে বর্ষি?
কালারে ও শ্যাম কালা নিশি
সাদা চান্দে এমন দাগ দিলি।


আঁচল পাতে মৌ বনে ঘিরে বন-বনানী
এলো যে নীল আকাশের সূর্য লাল পরী
তার গালে আঁক দিলি সে কি তিল আঁধারী
দেখি দেখি এলো সন্ধ্যা ঢলে পড়ে পূর্ণ শশী।
কালারে ও শ্যাম কালা নিশি
সাদা চান্দে এমন দাগ দিলি।