এসো এসো গো সুদুরিকা দূর গগনের
এক ফোঁটা নীর ঝর খোল বাঁধ আকাশের
বাজিয়ে বাঁশি সাগরপারে গান শোনাও বাদলের।


পাগল হাওয়া তারে যায় না রে ধরা
গগনে শূনে মেঘের হাঁক ওই কার
ডাক পড়েছে বর্ষার পহেলা গানের।  
এসো এসো গো সুদুরিকা দূর গগনের।
  
ভেসে ভেলা কোমল পবনে ডেউ তুলে বাদলে  
রিমঝিম ঝুমঝুম বর্ষার বাঁশি বাজেরে
এলো ওই জলপরী সুরেলা অম্বরের।  
এসো এসো গো সুদুরিকা দূর গগনের।


সঘন মেঘে কুহরি দখিনা গীতি
সব শব্দমালা গোলাপি অধরে রাখি।
গাঁথিয়াছে গীতহার শুধু সুরে সুরে
ও সে জানে রে ভাষা মরমের।
এসো এসো গো সুদুরিকা দূর গগনের
এক ফোঁটা নীর ঝর খোল বাঁধ আকাশের
বাজিয়ে বাঁশি সাগরপারে গান শোনাও বাদলের।