আকাশের রঙ কেড়ে
সাজসাজ রবে
সাজে ঘনঘটা চলেরে
দ্বিগলয়ে চলচল।  
বুক খোলে গায় গীতি
বৃষ্টি ঝরে বাদল।

অধরে গোলাপ
ললাটে রবি
আঁচল ধরি নামে
নীলিমার নীলপরী
আহা কী না সুখে
ঘিরে বন-বনানী
বাঁটে এতো মধু।
আকুল পবন ডালে
ডালে ডাকে কোকিলা
এমন মধুর কুহু কুহু।


ফাগুন বেলায়
আগুন রাঙা মেলায়।  
রোদ্র জ্বলে মন ভিজে  
একী বিশুদ্ধ নৈস্বর্গীয় অনল
শিহরিয়া উঠে ধরার অঞ্চল।