চাঁদের তলে চাঁদনি প্রিয়া
কালো শশী অচলা
আঁধার কুঞ্জে স্নিগ্ধ হিয়া
চন্দ্রমার ধবল ছায়া।  
কী মায়াবী উত্তরী
আঁচল ঢলে পড়ে রে  
কাজল কালো রাতের পরে।  


এমন চান্নি পসর রাতে
মন কি চায় ঘুমোতে
হোক না তা
জোছনা মাখা বালিশে।


অহ রে নিদ কি তবে
বলে আসে চোখে।
চাঁদের আড়ালে রবি
রাতের আড়ালে সে কী
ছায়া প্রিয়া রে
যায় চলে স্বপ্নপুরে
চোখের আড়ালে।