নগর পাড়ার ছাদঘরের চূড়ায়
সাদা মেঘ দোলা দিয়ে যায়।
বৃষ্টি পড়ে টুপুর টাপুর
চলে জলপরী বাজে নুপুর
পুকুর ভরে আমতলায়
সে কি আর চোখে পড়ে
দৃষ্টি যখন গাছের আগায়।


কুঞ্জবনে সুবুজ পাতার ছায়
হোক গন্ধ মধুর কুসুমবাগ
ফুল বনের মৌন গোলাপ
আর না হয় একাই থাক।  


নোটের গন্ধেই যদি মিলে ভরপুর
লাল টকটকা শিমুল তুলার
ল্যাপের তলে ঘুমানির সুখ
ধরনিতলা আর না হয় ঘুমেই থাক
মাটিতে পা ফেলে আর কি লাভ।


রুপি যদি নাই বানাতে পারল
বাচুক মরুক তাতে কিছু নাই
হোক না সে জ্ঞাতিভাই
ভাই রে ভাই শুধু টাকা টাকা চাই
পয়সা হলেই মিলে দরিয়ায় ঠাঁই!


এখন হাতের মুঠোয়
মোবাইলটা হলেই হলো
পৃথিবীটা পাওয়া গেল।
মাটির ছুঁয়া আর যদি নাই লাগে
কি কবর খোঁড়া বন্ধ করে দিবে
উকীল মোক্তার ডেকে?