বর্ণ বিনা গীতিহার ঢালে বাঁশির সুরে
বৃষ্টিধারায় ঝর মোর শুখা পরাণে।
আসোতো পাল তুলে মেঘের নদে
সাগর দীঘল বুকের কথা গুন গুনে
বাদল বরিষণে বলো কানে কানে।    


সিন্ধুপুরের নীলাভ সুখের মালা
রঙধনুহার পরিয়ে তোমার গলে
নীলাঞ্জনা বাঁধে নীড় গগন পারে
তলানির জলে শেষ ছন্দ নেচে
ফুটো তো গোলাপ হ’য়ে অধরে।
বর্ণ বিনা গীতিহার ঢালে বাঁশির সুরে
বৃষ্টিধারায় ঝর মোর শুখা পরাণে।


পিয়াল বনে মহুয়া-মউ মৌমাছি
শেষ বিন্দু নিলেও পিয়ে
বুলবুলি তো গাইবে গান গুলবাগে।
মধু পিয়ে বিধুর বাণী
মধুপ বীনায় যায়না ফুরে
চোখে ঝরে যে কথা শব্দ কি তা পারে।
বর্ণ বিনা গীতিহার ঢালে বাঁশির সুরে  
বৃষ্টিধারায় ঝর মোর শুখা পরাণে।