দিনের শেষে সাঁঝের মায়া
গোধুলি গলে গলে পড়ে রৌদ্রমালা।  
অবশেষে শেষ নেই তবে কি
সায়াহ্ন হেসে শেষের হাসি?


রঙিন কমলা সূর্যাস্তে ধেয়ে
আসা তারার আকাশে মোদের
ঐ বাঁশ বাগানের মাথার উপরে
দেখনা আন্ধারে কি ছাই কি আঁধার
চন্দন দ্বীপে সমাসীন মোদের নিশি
কেমন মধুহাসি হেসে ফুটে পূর্ণ শশী!


নিঝুম নিশা যত না ঢলে গহনে  
জোনাক জ্বলা আকাশ কেমন জানি
আরো নিবিড় হয়ে আসে পাশে
নেহ অনুরাগে যেন এই ভালো লাগা
ভালবাসা চাঁদ বুঝি তা জানে।


বহু রঙ্গে ভরপুর জেনেও শত অজানা    
আলো আঁধারীর এমন পাকা খেলায়  
কখন জানি চোখের নিদ উড়ে যায়
এক টুকরো নিঃশেষ স্বাধীন বাংলায়।