জগৎ কি দেখে তুমি আসার পথে
ঝকমকে রোদেলা মেলা  
না বৃষ্টিভেজা রুপালি বেলা
রবির সোনার চমক নীলিমার বুকে
না সোনার কিরণমালা তোমার গলে?


গগনমুলুকে বাঁধ ভাঙ্গা বাদল-বিহংগ  
মুক্ত ডানার ললিত তরল পরশে
সূর্যকরোজ্জ্বল হ্রদের শান্ত নীলকমল
ঝরে পড়ুক বারিবিন্দু সেই চোখে
আমি তো চেয়ে আছি পথে
শুধু তুমি আসার আশে।  


পুরনো বেদনা নদী-গভীর দাগ
মোছে মধুজলে এসো বসন্ত পারে।  
ঘরছাড়া মৌমাছি লভিব তব
ফলে ফুলে প্রণয়ী পাখিরা
গাহিয়া কোকিল কুহু কুহু তানে
হারিয়ে যাওয়া স্মৃতি গানে গানে
চেয়ে আছে তোমার পানে।


জোছনার কৌণিক হাসি
ঝরা এক ফালি জোনাকি
মহাশূন্যে ধরণী ধরে
বসা একমুঠ মাটি।  
চন্দ্রমার আকাশ থেকে
খসে পড়া একটা তারা
ঘনকালো মেঘের আড়ালে
এক রাশি সোনালি আলো
শুভ হোক ঐ সবই ভালো।

আমিতো চাই শুধু একমুঠ মাটি
ভূধরের হৃদয়নীলে ছন্দ বাঁধা
মক্কা-সিলেট মুঠ খোলা একমুঠ
মাটি ভরে নদীটি তীরে বেগবতি
স্বপ্নের বাংলাদেশ তুমি।