নিত্য নতুন নয়া বেলায়
আল্লাহর নতুন করুণা ভর্তি
এসো হে পহেলা বৈশাখী।
মেঘের জলে যাও মুছে যত
পুরোনো দিনের গ্লানি।


এসো এসো হে বৈশাখী
ভালোলাগার জোছনায়
এঁকে যাও প্রথম প্রহরে
এক ফালি সোনালি রবি।


এসো হে আকবরী
পহেলা বৈশাখ এক মুঠো ঊষা
ফোটে থাকো বর্ষ ভরা আঙ্গিনায়
মৌ-মধুপের মিলন মেলায়।


সারা বর্ষের নয়া বেলা
ভেসে থাক সময়ের মুকুরে।
এসো এসো হে বৈশাখী
যেমন স্বচ্ছ জলে লাল কমলা
ঝড়ে ফোটে রোদ্দুরের রঙ মিশা
হিজল তলায় পুষ্প-বৃষ্টি।