ভরা সিন্ধু ভাসে নজরে
রঙধনু রঙে একফোটা জলে।
প্রথম প্রহরে ভালো লাগার
জোছনায় আঁকা সোজা তীর সই
গেলেন চলে পার ছেড়ে
তারার ওপারে ছায়াপথে ওই।

চন্দ্রকান্ত মণিউজল চাঁচর ঝালর
চিহ্ন ছেড়ে যেখানে আঁধার নীড়ে  
সারাক্ষণ বেগবতী চন্দ্ররেখা
ঝরে-ফুটে বারেবারে সে কী অথৈ
মহাশূন্যে চোখে দেখে গেলেন ছুঁই।


নিশিতলায় নতুন নীলাক্ষেত্রে
এক ফালি চাঁদ ফুটে নব চিহ্নে
আলো আঁধারে ভেসে ডাগর শশী
তাতা থৈ থৈ তাতা থৈ থৈ
সে তিল ঠাঁই পেলো নাতো কই!