জোনাকির ঝরিন কারুকাজ
ঝরে পড়ে রাতের গায়ে
আঁচল বেয়ে বাঁকা নয়নে
পশ্চিমের সাঁঝতারা
জ্বলে ওঠে দূর গগনে।


ধরণীর অপার বক্ষ-নীলায়
সুনীল গোলকে চন্দ্রতপ
পাঁজরতলে কৌণিক অন্দরকোণে
সেই এক বিন্দু আদি জল কোমল
পরতে পরতে সাগর দিঘল ভেসে
নীলিমার চোখ জুড়ে সাত সকালে  
কনক হয়ে ভাসে প্রথম প্রহরে
চমকে রবি আকাশ পারে  
দিন ঝরে ফোটে গভীর নীলে নীলে।


ছায়াদল দল বাঁধে সন্ধ্যাকাশে
ধীরে ধীরে নিশা কুঁড়ি
ফোটে কাজল ফুলের পাপড়ী।


আধো আঁধারে নেমে গোধূলি  
মধ্যাকাশের নীল কমল বুকে ধরি
রাখিল তুলি রজনীগন্ধার সুবাস ভরি।  
নোনা বালি তীর ধরে সন্ধ্যাতারা
সন্ধ্যাপ্রদীপ জ্বালি অতলা চন্দ্রতলার
চঞ্চলা চন্দ্রকলা চন্দ্রহার গাঁথী আবার
সেই না পাওয়া খোঁজ খুঁজি ধরণীপুরী
আসিল ফিরে সমুদ্রতীরে রাতের পরী।