পদ্মা মেঘনা যমুনা বুড়িগঙ্গা সুরমা,
আরো কতশত জনতার নয়ন জোড়ে
জল তরঙ্গের মধ্যখানে এঁকেবেকে
সাজিয়ে স্বপ্নের জলচিত্রে তিলে তিলে
ভেসে উঠা এক তিলোত্তোমা ভূমি
নদী মাত্রিক ভরা নদের'পরে এক তুলি  
এই বাংলাদেশ যাবেনা জলে ডুবি।  

গোধুলি বেলায় ডুবে যদি যায় যাক
আঁধার গহনে স্নীগ্দ জোত্স্নাকনা।
আশার কাঁচে আঁকি মোরা স্বপ্ন  
নকসীকাঁথায় গাঁথা মোদের আলপনা
দিনকে দিন শান্তি সমৃদ্য সজল এই দেশে  
ভালোভাসে যাক হেঁটে রবি আর চন্দ্রমা!