আয় গো আমার দোলনচাঁপা
খোলত আঁখি ঝুমকালতা
পিয়াল বনে মহুয়া মধুর মেলা
নবকুঁড়ির গন্ধঝরা আওলা হাওয়া
শিউলি শিশিরে বাদল মিশে
আকাশ ধোয়া বৃষ্টি ফোঁটা।


ঝিঁঝির নূপুর দোলে তৃণদলে
ওই কিসে আকাশী পদ্ম দীঘিতে
জলকেলে কে নীলাম্বরের তলে
দেখবে সে গগণচারী শতদল
এক নজরে তমাল শাখার ফাঁকে।


মেঘের তলে জমে তাকা নীল
হেরিয়া নয়নকোণে মন মোর
শিহরিয়া ওটে জানিবার চাহে
গেল রাতের ঘুমভাঙ্গা স্বপ্ন ফলখানি
সে কী তা'বীর শোনিলে আধো পথে
থেমে যায় শশী ফুল্ল হয় ফুটে রবি।

রোদের ছুড়ি পটে ছায়া আঁকা
সন্তর্পণে অংশুমালীর ফুটো বাণী
নিসর্গ রচনায় আজো ফুটফুটে তুমি
এমনি এক বিস্ময়কর পংক্তি!


স্বপনের পরী আসে দুয়ার খুলে  
চমকে আমায় ছয় ঋতুর জলসা ঘরে
সেই স্বপ্নের বাংলাদেশ তুমি আসবে কবে?