নরম রোদে নয়া রবি আঁকি
আরেক খানি নতুন বেলা
নীলে নীলে নীলিমা
মেলিছে সে কি অসীম মেলা।

সাত রঙা ডানা মেলে ঘনঘটা
হন হনে বহিছে নদী দিগন্ত ছাড়ি
সূর্যের হাটে ছুটছে মেঘের ভেলা।


ফুলে সাজা বনে দুলে
হাওয়া মিটে মিটে কূজন
মুখুর ঢালে আর কী আনবে  
এমন ভরা দিন দুপুরে?

বৃষ্টির মায়া জলে ভাসা সেই
ছোটবেলার কাগেজের নৌকা
কী আনবে মোর এই সোনালি আঁশ
আর বাঁশ বাগানের মাথার উপর
সেই কাজলা দিদির চাঁদ?