চোখে ঝরে যে কথা
তা কি মুখে বলা যায়।
না রে না সে বুকের কথা
না তো ভোলা যায়।


সিন্ধুপুরের ভরাবিন্দু তুলি
কবে নিছে রাতের পরী
জল ছিটে নয়া তারা
ঘুম নেই কারো চুখে
না রে না এক ফোঁটা জল
শেষ নাই না জমিনে
না আকাশে কোনো কিনারায়
সে আসে নিকটে ভেসে নয়নায়।
তা কি মুখে বলা যায়।
না রে না সে বুকের কথা
না তো ভোলা যায়।


কালো রাতে সাগরপারে কি জল
ঢলে জোৎস্না ঝরা জোয়ার ভাটায়  
চাঁদের হাসি দেখে সারা দুনিয়ায়।  
দিনদুপুরে যে কাজল নয়নকোণে
ছায়া পাতে বসে আকাশনীলায়
সেই চোখে যে জল ঝরে
সিন্ধু ঢলে তা কি দেখা যায়?
না রে না সে বুকের কথা
না তো ভোলা যায়।