পান্থ তুমি উঠে দাঁড়াও
দৃঢ় পাহাড়ী পায়ে
মরমের বাণী সঞ্চার
হিমালয় শিখর চুড়ে।


একটি প্রদীপ দাও  
জ্বেলে মনের মিনারে
দেখনা কী লোভে আকাশের
চাঁদ না কি আপনারে।


উদয় গিরির রবি চুমিয়া  
দাঁড়াতে পারে বিস্মিত শির
ঠাহারে আকাশ ছাড়িয়া।


কোন নয়া রোদ ফুটতে পারে
নীলে নীলে একমুঠো রঙ নিয়া
মানব হৃদয় পদ্ম পাতার শুধু
এক শিশির বিন্দুজল তরঙ্গ  
যেই নীলিমায় যায় দূলিয়া।