এক রাশ নীর
যত না জল তরঙ্গ।  
পার ছেড়ে ওপারে
জানা না জানা পথে
ধূই না ধুই খেয়া তরী
গাঙিনীর হীরামন পাখি
এঁকেবেকে গেল ভেসে তটিনী।  
কতো না দূর দিগন্ত নীলে
ছুঁই না ছুঁই ধরনীর সাজদ্বীপে
ফিরে আসে আপন বাঁকে
সিন্ধুপুরে বুকের জল বুকে।
ঠোঁটে শিশির ফোঁটা সাঁতার
কাটে শাওন বরিষণে
গোলপির লালিমা
তো রইলোই লালে!