কালো চোখে কাজল সুরমা
চন্নি চেহেরা মুখে ঝরে জ্যোৎস্না
তারেই দিলাম ভাগি মোর নিদখানা।


ডের লাভ সে দিল মোরে  
আমি জেগে জেগে স্বপ্ন পাড়ি
নিশিতলায় গুন গুনে ঝি ঝি পোকা
আঁধারে ফোটে আনন্দিতা হেনা  
আরো ভাসে দেখি একে একে  
যতনা জোনাকি ডানা তায়
দিলাম এঁকে মোর যত আল্পনা।


সুনীল গগনে লীলায়িত শতদল ঘিরে
চাঁদ বাগানে রাতঘন তারার ভিড়ে
আমি ঝুরে ঝুরে নিলাম ঠাহরে
চাঁদের মমতায় ভোরের কুঁড়ি ফুটবে
তরুণা অরুণ মেতে উঠবেই উঠবে।
নীজের তো চুল পাকে ভুরি ভুরি
আমি কী তালে তালে মিলাই তালি
আর কী পারব হাসতে চাঁদের হাসি।