জোছনার উত্তরী পরে
রুপালি ধোঁয়ার আড়ালে
কাছের জোনাকি যাবে সে
কোন কাজল দীঘির ঘাটে
না সুদূরে কোন তারার দেশে।  


একটি পিদিম যদি জ্বালো
ঐ নিবিড় পথে, জ্বালাও
আরো কাছে অন্দরে মনপুরার
অলিন্দে যদি আলো ফোটা
ফুটে অতপর বুলবুলি গায় কী
রাতের শশী বুঝি ভোরের
কুঁড়ির কুসুম পুরে না অরুণা
তুলে তুলি গোলাপির গালে
তা তে কি বা যায় আসে।