তার ছায়া পড়তে না পড়তে
জলে চিনে ফেলে সমুদ্দর
সেই পুরোনো কারে।


আসে সে সুজন বুনোপথে
গোধুলির কাজল মাখা
ঘোমটা পরা মহির দীঘল
কালো কেশের ঢেউ খেলে।


আকাশঘেঁষে বসা নক্ষত্রমেলা
সবাই দেখল র্নিঘুম রাতে
বুকভর রুপালী জলে তারা
কুঞ্জ ছায়াবিথী সাগরতলে।


চিরচেনা এমন স্মৃতির সায়রে
ফিরে গেলে সে না ডুব দিয়ে  
দেখলনা কে নেকাব খোলে।