মঁজু সুখে আকুল
বনপরী দখিন হাওয়ায়
তাই বলে কি ঝরবেনা
একটি পাতা ফুলতলায়।


চন্নি চেহেরা ভ্রমরা
আসিল মধু চন্দা
অম্বর ভর্তি বরাতি
প্রিয়দর্শী তারায় তারায়।
তাই বলে কি রজনি প্রিয়ায়
বাঁধেনা পিঁড়ি আঁধারতলায়।  


সে কি তীরে তিলোত্তমা তিলক  
চমকে নিশি কালো খোঁপায়।
চন্দ্রমা না পেয়ে পার
না ছুঁই সাগরিকা না পরি
ঝিনুকমালা কোন সুদুরে
তলিয়ে যায় আকাশগঙ্গায়।
তাই বলে কি সাতরঙা
অরুনা ফুটেনা ধরণীতলায়।