তুমি স্বয়ং এসেছিলে
কী এক অজানা মোড়ে
চাঁদ উঠেছিল সে পথে।


আগুনঝরা রূপের বেলা
সে কি দেখে চন্দ্রগ্রহ
তোমার ছায়া তলে
ফোটে দেখা তারা কুঞ্জ  
স্বপ্নই রয়ে গেল চাঁদের স্বপ্ন।


কেমন তুমি এলে
বুকভর মাটির ভালবাসা  
আকাশগঙ্গার না কোনো
তারা তোমায় দেখলনা।


রূপকথার কত রতনই  
তুমি নিয়ে এলে কোল ভরে
বুক চিরিয়া সঁপে দেয়
মধ্যাকর্ষ তোমার তরে।


আমার না ছিল কোনো বেলা
না কোনো আঁধার রাতের তারা।  
তাই বলে কি যার কিছু নেই
তার নাই কোনো ব্যথা।


ধরণী সেজে দিল মধ্যবিন্দু
তোমার নিলয় বানিয়ে।
মধ্যাকর্ষ তবু তোমায়
ছুঁইতে পারিনি তুমি
চল গেলে যেতে যেতে
আমায় রাখলে জিয়ে
একফোটা আঁখিজলে।