রাতের মরা নিদে হারা
স্বপ্ন ঢাকা চোখ ঘিরে  
কাজল পদ্ম পাতায়
শশী ফোটে সারারাত
পিদিম জ্বলে তারার ভিড়ে।


স্বপ্নিল নিশিতলা নিঝুম  
নিবিড় আকাশী প্রহারা
এমন নিশীথ অন্ধকারে
কী আবরণ খোলে
ফজরে জড়াল বুলবুলি
গুঞ্জে মধুর ফুল ডালে।  
ঐ বুঝি রঙরাজ রবি  
পড়বে ঢলে গোলাপির
এক তিল শিশিরে।


রাতের স্বপ্ন ভোরের ভ্রমরা
কী দেখিবে নয়ন তুলে
সোনার প্রদীপ রবি
জ্বলিছে শিশির মুকুরে।