নিশি রাইতে আঁধার পথের
এক ফোঁটা তিমির তুলি তুলি
চাঁদের কপালে না হয়
একটি তিলক দিও তুমি পরি।
কালো বলে বন্ধু ভুইলনা মোরে
আইস আমার বাড়ি।


আমার ভাঙা কুটির
তারার দেশের তুমি।
মোর ভরা টেবিল জোড়ে
শুধুই না হয় পান সুপারি।
একটি খিলি খেয়ে যাইও
শুনবা পর্দা বাঁধা কালা
রাইতর কিচ্ছা সারারাত জাগি
হীরা বরণ ফর্সা সারা গগন
কোন তারা ঘুমিয়ে আছে না কী?