পুরষ যখন বলিলেন  
জীবনের সত্যকথা।  
নারী তুমিই প্রথম
অধরে ধারণ করিলে
সে সুগভীর মর্মকথা!


ধরায় অম্বর গগনে মহি
সবি এক অভিন্ন জ্যামিতি
নিরন্তর জলরাশির গতি
সবি একই সুত্রে আঁকা
মরমে একটি সত্যকথা
মধ্যাকর্ষের শক্তি
প্রেমাস্পদের ভালবাসা
অতি কাছের এক নর
এক নারীর মাঝখানে এক
অধরা অজানা দূর সারাজাহা
এক আজব সত্যকথা।