আমি কী তোমায় ডাকার
মত ডাকতে পারি।


প্রভু তোমার আকাশ
যতনা করেছ উঁচু
তার চেও বেশি ভরে
দিয়েছ এই জমিন টুকু।
সুজলা সুফলা তুমি কতনা
বিচিত্রা রতন ভরে নিখুঁত
গাঁথুনি গেঁথে পাদদেশে
বিছে দিলে এই পৃথিবী।
আমি কী তোমায় ডাকার
মত ডাকতে পারি।


আমি কিইবা তোমায় দিয়েছি  
শয়নে স্বপনে জাগরণে
তুমি হরদম দিবানিশি
দেও বলেইতো আমি আছি।
আমি কী তোমায় ডাকার
মত ডাকতে পারি।


প্রভু বেশুমার তোমার দান
তোমার অপার কৃপা ওহে মহান
সে কথা আমি যদি বলি
বলার মত বলতে পারি
সুর আমার কেড়ে নিত বুলবুলি
ঠোঁট নিত গোলাপ
আকাশ নিত ললাট চুমি।
আমি কী তোমায় ডাকার
মত ডাকতে পারি।