মাটির অয়নে সে কী
নভস্থিত সুর নিনাদি  
শুনে ধরণী তটে
এমন মধুর গায় বুলবুলি
ফজরের গুলবাগে।


আঁচলে ঘিরা চন্দা
মায়াবী ছায়া  
সারা নিশা ছেয়ে
চন্দ্ররসে পানোন্মত্ত
জোছনা নদে ডুব দিতে
গিয়ে না কি ঢলে পড়ে
ওই ফুল গোলাপির ডালে।