আকুল ভেসে ধানসিড়ি তটিনী
দূর দিগন্তে একা পূর্ণশশী ।
অকুলে এক চিলতে কুল
নিশিতলায় কালোশশী
তায় শুধু ঠাহরে অনন্ত
অন্তরা কাজল আঁখি।


তাই না কি হঠাৎ করে উঁকি
মেরে চেয়ে রাতের পরী
তিলখানি সুরমা ঢেলে
ভরে দিল ভোরের কুঁড়ি।
তাই কি না এত রঙে সাজি
নীল গগনের সোনার রবি
উষার কোলে পড়বে ঢলি।


ডাগর নিশার দীঘল
কালো আঁচল তুড়ে।
নীলাভ সুখে যোজন দুরে
নীল মুয়ুরীর ঝিনুক তারা
ঘেঁষা শোভন শয্যা ছেড়ে
অবশেষে কী মাটিভরে উড়ে  
চির কুমারী ফুলের ডোরে
স্বপ্ন ঘেরা পৃথীবির গভীর রাঙা
ছুঁয়ায় রঙতুলি প্রজাপতি  
কাড়ি নিবি বেহেস্তের
কোন হুরীর আঁখি।