সিন্ধু যদি ভেসে
ভাসুক বিন্দু জলে
মাঝি মাল্লা চন্দা
আসবে তরী বেয়ে।
পানশী ভীড়ে কিনারে  
অদূরে হিয়ারও ধারে
বাইবেনা তরী ঐ নীরে।                                  
ছুঁয়েও না ছুঁই যে জলে
অস্ত বেলায় ভাসা ভেলা
বার বার ফিরে আসা
কোন নিবিড় লগনে
একফোটা অশ্রুপাতে
ছোঁয়া সহেনা পরানে।