যে হাতে ঝরা বাণী সুধা
পিলে ঐ মন ভেজানো মধু
কাল হারায় বাক
নেচে উঠে পিয়াসী সিন্ধু।


তাঁর ওই দৃষ্টিনন্দন
চোখের কোণে
না হয় খেলুক ঢেউ
একফোটা জলবিন্দু।


যে পাকা হাতের কাব্যমেলা
খেলে এমন মধুর খেলা
একফোটা জলকনা।
তাঁর ওই নয়নকোণে
আদরে সোহাগে  
কী খেলবে না দু'এক বেলা।