আলো বিনা আন্ধি রাতে
ডুব দিয়ী গোধুলি
ফিরে এলো নিরিবিলি
নীলিমার শতদল ছুঁইয়ি।


পদ্মপাতার জল রইলোই জলে  
নীল সায়রে আঁখি পাতা
এক রোজাদার চাঁদে
জুটলনা একফোটা জল
পহেলা ইফতারের তরে।
জোছ্নার মিঠে আলো ছায়া
কাননে ছুঁই ছুঁই করে সমুদ্রের
ছোঁয়া তার আর হলনা রে।


নীর বিনে যোগ যোগ দরে
রবি অনলে পোড়া খাঁটি চন্দা
বলি কি যতক্ষণ না পুড়া
সুরমা কাজল কেশী জলপরী
তোমায় না পিয়ে পানি  
ভরে দেয় চন্দ্রকলায় ঝিনুকমালা
সাগরপারে সন্ধ্যাকাশে প্রজাপতি
মেলে মেলুক রঙধনু ডানা।


সিন্ধু তুমি ছুঁইওনা
ওগো চন্দ্রমা জল আনতে
তুমি ওই বাঁকা ঘাটে যেওনা।     .