সাগরকুলে জলকেলে
ছুঁই ছুঁই বাদলমালা
আকুল ভাসে নীল ভ্রমরা।


ওই বুঝি কলসি ভরি
গগন পারে দিল পাড়ি
সিন্ধুপুরের সুরপরী।

পানি বিনা রোজা নিভা
চাঁদ খরা দিন হাওয়া উদাসী
ছায়া ঢাকা কদম তলে  
কী হবে বাজিয়ে বাঁশি।
ঘরে নাই জলপরী
অজানা অচীন পুরে
আর কি আসে ফিরি?


না না তুমি তাই ভেবে
তির্যক হেঁটে মধু পূর্নিমা  
সিন্ধু তুমি ছুঁইওনা
ওগো চন্দ্রমা জল আনতে
ওই বাঁকা ঘাটে যেওনা।