কি হবে বলিলে সে কথা
জমিন ফেটে যাবে না আকাশ  
ভেঙ্গে হবে টুকরা টুকরা।


ভরদুপুরে চাঁদ উঠবে গগনে
কেড়ে নিবে দিনের নয়না।


নিশি রাতের আকাশ ছেয়ে
তারারসভা বসবে দিনের বেলা।
কি গো হবে বলিলে সে কথা?


চাঁদের পারে ফুটবে রঙধনু
তারার মেলায় বাইবো রবি
নীল্ সাগরের ভেলা।
আমায় একটু বলনা
কি গো হবে বলিলে সে কথা?


আকাশগঙ্গার নক্ষত্রমালা
বঙ্গোপসাগরে খেলবে জলখেলা
না হিজল ডালে কুহুকহু
গান শুনে ভাসবে নীলিমা?

কি গো হবে বলিলে সে কথা
আকাশ পাল্টে যাবে না
উল্টে যাবে এই দুনিয়া।