সোনা চান্দি হীরা মোতি
আছে ভাই আছে সবি
তার চেও খাঁটি বাংলার মাটি  
ষোলো আনা সোনার বাংলা।  
চাই শুধু মনখোলা ভালোলাগা
দেশের তরে একটু ভালোবাসা।  


মেঘের ঘাটে ঘন্টা দেড়েক বসে
পবনে তুলি পাল বীর নির্ভীক প্রাণ
নবীনের দল বাড়াও হাত
বাংলার আকাশে গাহিয়া গান।
গগন মগন স্তব্ধ বটশাখা ছায়া তলে
শিকড়ের ছন্দ মাটির সুর শুনিয়া
আবার আসিবি ফিরিয়া এই
ষোলো আনা সোনার বাংলা।
চাই শুধু মনখোলা ভালোলাগা
দেশের তরে একটু ভালোবাসা।  


ফাগুন বনে অগ্নিলোকের আলতো
ছুঁয়া অগ্নি শিখায় বান ডাকে
আলোর আঙ্গিনায় নাচে আঁধারী
এই সুগন্ধি মাটিতে ভাই আছে সবি
বাঁধিছে বাসা সে কী চন্দ্রমা
নীলে নীলে সেজে তায় খুঁজে নীলিমা।    
চাই শুধু মনখোলা ভালোলাগা
দেশের তরে একটু ভালোবাসা।