আমার অশ্রূ ভিজে নয়নে
বৃষ্টি ফোটা পড়ুক কিবা না
মেঘেরকুলে জলপরী মুক্ত
আঁচল মনখোলা নিলীমা।
কেমনে বাঁধি বুক গো আমি
মনে তো আর মানে না।


কাঠগোলাপে একটু দোলে হাওয়া
আমার কপালে লাগুক কিবা না
একমুঠো রোদে রঙে অপরূপ উষা
পলকে উদাও মিশকালো নিশিতলা
চেয়ে চেয়ে সবই তো দেখি
ওই কারে শুধু দেখি না।
কেমনে বাঁধি বুক গো আমি
মনে তো আর মানে না।


নবনীতে বিলাও ফুলের সুখ
এমন কোমল হিয়া
বিনে আগুনে লাগালে আগুন
জল দিলে বাড়ে দিগুনা।  
কেমনে বাঁধি বুক গো আমি
মনে তো আর মানে না।